বরগুনায় প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৯, আগস্ট ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার ইউনুসকে কুপিয়ে জখম করেছেন একই এলাকার মুজাম্মেল, জলিল, জামালসহ কয়েকজন যুবক। শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও একইভাবে স্থানীয় মানুষের উপর বিভিন্ন সময়ে হামলা চালান। আহত চৌকিদারকে এলাকাবাসী সহযোগিতায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও বলেন ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য হামলাকারীরা নিজেরা নিজেদের মাথা ব্লেডের সাহায্যে কেটে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় উভয় পক্ষের চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম  বলেন, ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ঘটনাটি মৌখিকভাবে জেনেছি তবে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ। অভিযোগ এলে দোষিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।