পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৪, আগস্ট ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ মনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহসাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।