ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা নেই!

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫৪, আগস্ট ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ এখন ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেদের জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। কোনদিন মাছ পাওয়া যাচ্ছে, আবার কোনদিন যাচ্ছে না। হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। ভোলার নাছির মাঝি ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে নোঙর করা সারি সারি নৌকা-ট্রলার। জেলেরা কেউ নোকায় বসে, কেউবা নদীর পাড়ে বসেই জাল বুনে সময় পার করছেন। জাকির হোসেন ও বিল্লাল মাঝি বলেন, এখন নদীতে গেলে লাভ তো দূরের কথা, তেলের খরচই ওঠে না। তবে কিছুদিন আগে ভালোই মাছ ধরা পড়েছিল। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রচুর ইলিশ ধরা পড়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু এখন আবার দেখা দিয়েছে ইলিশের আকাল। বশির মাঝি বলেন, কোনোদিন ৫ হাজার টাকার মাছ পাই আবার কোনোদিন তারও বেশি। কোনোদিন খরচ ওঠে আবার কোনোদিন ওঠে না। উপকূলীয় জেলেরা জানান, বিগত বছর এমনটি হয়নি। তখন ভরা মৌসুমে জেলেদের জালে ধরে পড়েছিল ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু এখন ইলিশ সংকটে থমকে গেছে তাদের জীবিকা। জেলে সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, এখন নদীতে মাছ একটু কম, জেলেরা কষ্টে আছেন। নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে ইলিশের দেখা মিলছে না বলেও মনে করছেন কেউ কেউ। তবে নদীর চেয়ে সাগরে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। এ ব্যাপারে ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ইলিশ ধরা পড়ছে তবে পরিমাণে কিছুটা কম, এটা প্রকৃতিকগত কারণ হতে পারে। যেহেতু মৌসুমের অর্ধেক সময় কেটে গেছে তাই আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইলিশের পরিমাণ আরও বাড়বে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে প্রচুর ইলিশ ধরা পড়বে। এদিকে, খুব শিগগিরই নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এমন আশায় দিন গুনছেন স্থানীয় জেলেরা।