গৌরনদীতে মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৪, আগস্ট ১৮ ২০২১ মিনিট

গৌরনদী প্রতিনিধি॥ অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৮৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স ও পুলিশ বাহীনির পক্ষে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মার্যাদা শেষে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়।