গৌরনদীতে আনসার ও ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ২১:০০, আগস্ট ১৮ ২০২১ মিনিট

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে আনসার ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমমার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার। শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুই নারী নেত্রীকে সেলাই মেশিন, এক সদস্যকে বাই সাইকেল ও দশজন সদস্যকে ছাতা পুরস্কার প্রদান করা হয়।