ভাঙ্গায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৮, আগস্ট ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ফরিদপুরের ভাঙ্গায় ৩৩০টি ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া গ্রামের মান্নান ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে ২৬০টি ইয়াবাসহ গ্রেফতার করে। এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লা থেকে শাওন মুন্সীকে (৩২) ৭০টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন-ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া গ্রামের মো. মান্নান ফকির (৪২), চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের মিঠুন চোকদার (২৭) ও কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের সিরাজ শেখ (৩৫)। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আবুল বসার মোল্লা জানান, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বুধবার ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা করেছে। দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।