দেশে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৮, আগস্ট ১৭ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৩ জন। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তার মধ্যে ঢাকায় ভর্তি হয়েছিল ২৭৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২৯ জন সর্বমোট ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে রোগী ভর্তি হয়েছে ৬৬ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৫১০ জন রোগী।