বরিশালে মেনন হত্যা চেষ্টার ২৯ তম বার্ষিকী ও সন্ত্রাস বিরোধী দিবস পালন

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৫, আগস্ট ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ২৯ তম বার্ষিকীতে, সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ই আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিকাল পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ কমরেড টিপু সুলতান ,জাকির হোসেন,অধ্যাপক গোলাম হোসেন,এইচ এম হারুন বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন ২৯ বছরেও কমরেড মেনন হত্যা চেষ্টাকারীদের বিচার কাজ সম্পন্ন করা যায়নি, অনতিবিলম্বে হত্যাচেষ্টাকারীদের বিচার সম্পন্ন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। উল্লেখ্য, ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে তোপখানা রোডস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওয়ার্কার্স পার্টির তৎকালিন সাধারণ সম্পাদক এবং সাংসদ রাশেদ খান মেননকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা চালায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা। পরে নগরীতে হত্যাকারীদের বিচারের দাবীতে মিছিল বেড় করে নগরী প্রদক্ষিণ করে।