রাজাপুরে ৭টি গরু ও বসতঘরে চুরি
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে একই রাতে পৃথক দুটি চুরির ঘটনা ঘটে। এতে উপজেলার পিংড়ী এলাকার দুটি গোয়াল ঘর থেকে ৭টি গরু ও পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামনকাঠি এলাকার মো: আবুবকর এর বসতঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোর চক্র।
রোববার (১৫ আগষ্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিংড়ী গ্রার্মে আ: মান্নান হাওলাদার এর গোয়াল ঘরে ৩টি ও জামাল খলিফার গোয়াল ঘরে ৪টি গরু প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় লোহার শিকলে বেঁধে রেখে ঘুমিয়ে পরেন।
সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে গরু নামাতে গেলে গরু না দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এবং থানা পুলিশকে অবহিত করেন।
এদিকে উপজেলার বামনকাঠি এলাকার মো. আবু বকর এর বসতঘরে লোহার ছিটকানি খুলে চোর চক্র ঘরের ভিতরে প্রবেশ করে রুমের ভিতরে থাকা আলমিরার তালা ভেঙ্গে দুটি স্বর্ণের চেইন, কানের দুল সহ প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।