বরিশালে গণডাকাতিতে জড়িত সন্দেহে গ্রেফতার ২

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৪, আগস্ট ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাজারে গণডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে টরকী বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক সাহা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত শনিবার দিবাগত রাতে টরকী বাজারের ১২টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে নগদ টাকাসহ ১৬ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার মালামাল লুট করার অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিবার রাতে বাজারের ব্যবসায়ী মানিক সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার এসআই কামাল হোসেনকে এই মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে টরকী বাজারে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই টরকীর চর গ্রামে অভিযান চালিয়ে ৫টি ডাকাতি মামলার আসামি আলী হোসেন (৪২) এবং কসবা এলাকা থেকে ৩টি ডাকাতি মামলার আসামি আরিফ সরদারকে (৩০) গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টরকী বাজারে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি আফজাল হোসেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।