নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে পৃথক অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আরেকজনের নাম মেহেদী হাসান আশিক। তিনি উপজেলার তারিকাটা গ্রামের বাসিন্দা।
সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।
রাতে বাদল আমতলী উপজেলার ডাক্তারবাড়ি স্ট্যান্ডে হিরোইন বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই অভিযান চালিয়ে আমতলী-পটুয়াখালী সড়কের ওই স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে।
অন্যদিকে থানার এসআই মো. শহীদুল আলম তারিকাটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে। তার শরীর তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।