নিজস্ব প্রতিবেদক ॥ মুজিব শতবর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল রবিবার বরিশাল-৪ আসনের দুই উপজেলার ১০১টি স্থানে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। দোয়া ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠান সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে অনেক বড় আয়োজন করা হচ্ছে। এত বড় আয়োজন এর আগে হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ দেখেনি।
স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের উদ্যোগে আগামীকাল দুপুরে দুই উপজেলার ১০১টি স্থানে অসহায়-দুঃস্থ ও দরিদ্র মানুষের জন্য কাঙ্গালী ভোজ এবং দোয়া-মোনাজাত করা হবে।
এর মধ্যে মেহেন্দিগঞ্জের ১৫টি ইউনিয়নে ১০টি স্থানে ও পৌরসভা এলাকায় ১০টি স্থানে এবং হিজলা উপজেলা সদর সহ ৬টি ইউনিয়নে ৪১টি স্থানে দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে জানান খোরশেদ আলম ভুলু।