উজিরপুরে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৮, আগস্ট ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালের উজিরপুরে এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত’র পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের সেকেল হাওলাদারের ছেলে মনির হাওলাদার(৩২) ১৩ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বমি করে এবং যন্ত্রনায় গোংরাতে থাকে। এসময় পাশের ঘরে থাকা তার মা ছবুরন বেগম টের পেয়ে ছেলের ঘরে গিয়ে তাকে মূমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। এসময় বাড়ীর লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল জড়ো হয়। পরে ছোট ভাই আনিচুর রহমান(৩০) তড়িগড়ি করে অসুস্থ্য ভাইকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ সামসুদ্দোহা তৈাহিদ রাত ১টায় তাকে মৃত বলে ঘোষনা দেয়। এদিকে নিহত’র মাথায় আঘাতের চিহ্ন থাকায় হত্যা নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই আনিচুর রহমান জানান অচেতন অবস্থায় ভাইকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য মাহেন্দ্র গাড়ীতে উঠাবার সময় তার মাথায় আঘাত প্রাপ্ত হয়। তিনি আরো জানান ওই দিন বিকেল ৪ টার দিকে তার ভাইয়ের সাথে ছোট ভাবী বিনা বেগমের সাথে ঝগড়া হয়েছে। এমনকি রাগারাগি করে বিনা বেগম তার বাবার বাড়ী মালিকান্দা গ্রামে চলে যায়। স্থানীয়রা জানান নিহত মনির হাওলাদার ৪টি বিবাহ করেছিল। এরমধ্যে বর্তমানে ছোট বউ বিনার সাথেই সংসার করতো। বাকী স্ত্রীরা বিভিন্ন স্থানে রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান খবর পেয়ে ওই রাতেই পুলিশের ফোর্স নিয়ে হাসপাতালে যাই এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবার সুত্রে জানতে পারি মৃত্যুর যন্ত্রনায় মনির হাওলাদার খাট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছিল।