বরিশালে ১০২ পিস ইয়াবাও গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪১, আগস্ট ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ গোপন সংবাদের ভিত্তিতে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ একাধিক মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অহিদ মিয়া, এএসআই পিনাকি সিকদার ও আসাদুল ইসলাম, গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বনিকের (৩৪) বিরুদ্ধে মাদক আইনে মুলাদী থানায় চারটি ও বরিশাল বিমানবন্দর থানার একটি এবং কাওসার খানের (৪২) বিরুদ্ধে বিমানবন্দর থানার একটি ও গৌরনদী মডেল থানা একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওইদিনই গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।