রাজাপুরে বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার! আটক ২

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, আগস্ট ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে হোসনেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়কের নিহত নারীর একটি পরিত্যক্ত বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাদ্দাম (২৪) ও পনির (৪০) নামে (নিহতের বাসার ভাড়াটিয়া) দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নিহত হোসনেয়ারা পাঁচ সন্তানের জননী ও স্থানীয় মৃত. আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে হোসনেয়ারা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বাড়ির পেছনের দিকে তাদের একটি পরিত্যাক্ত তালা দেওয়া ঘরের ভেতরে গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি।