নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নবগঠিত পৌর কমিটির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কোভিড-১৯ থেকে সচেতনতা তৈরিতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক ইমরান খান সোহান এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী এ শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নবগঠিত কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সকল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভুমিকা পালন করবে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার ও প্রাপ্য সম্মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করবে।