কাঁঠালিয়ায় গোসল করতে নেমে যুবক নিখোঁজ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, আগস্ট ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় হলত নদীতে গোসল করতে নেমে মো. জাহিদ হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আমুয়া বাজারের হলতা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাহিদ হোসেন বামনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাবিবুর রহমান (বিএসসি) এর ছেলে। নিখোঁজ জাহিদের স্বজন ও প্রতিবেশী মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে ডুব দেয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইয়েবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়। পরে স্বজনরা নদীতে বিভিন্ন উপায়ে খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কাঁঠালিয়া থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বরিশাল থেকে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেবে।