বরিশালে এক কেজি গাজাঁসহ কমলা আটক

দেশ জনপদ ডেস্ক | ০৪:০১, আগস্ট ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর চিন্হিত গাঁজা ব্যবসায়ী কমলা আটক। বরিশাল নগরীর রসুলপুর এলাকার জসিমের স্ত্রী কমলাকে (১) এক কেজি গাঁজাসহ আটক করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলাকে আটক করেন কোতোয়ালি পুলিশের একটি টিম। এসময় কমলাকে আটক করলেও পালিয়ে গেছে তার স্বামী জসিম, সোহাগি ও রেজাউল নামের তিন ব্যাক্তি। অভিযানে অংশ নেয় কোতয়ালী মডেল থানার এস আই মেহেদী হাসান-২, এ এস আই শহীদ, এএসআই কিবরিয়া ও মিজানুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন ফরিদ বলেন, রসুলপুর থেকে কমলা নামের এক জনকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির ২১,০০০ টাকাসহ আটক করেছি। আটক কমলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পুলিশ পরিদর্শক মেহেদি হাসান।