সোম ও মঙ্গলবার থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

কামরুন নাহার | ১০:৪১, ফেব্রুয়ারি ২৩ ২০২০ মিনিট

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সকালে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৬ মিনিটে।