গত ২৪ ঘণ্টায় ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩১, আগস্ট ১০ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ২১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩২১ জন। চলতি বছরে মোট চার হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।