বিএমপি’র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৫, আগস্ট ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মঙ্গলবার ১০ আগস্ট বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে এয়ারপোর্ট থানা পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়। অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনগণ নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত প্রধান অতিথি উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। উল্লেখ্য যে এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা কমলেশ চন্দ্র হালদার, পুলিশ পরিদর্শক তদন্ত হোসনেয়ারা খানম, পুলিশ পরিদর্শক অপারেশনসহ থানার অন্যান্য অফিসার ফোর্স ও আগত সর্বসাধারণ।