ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি সদরের সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জালাল সিকদার ওই গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।
জালাল সিকদারের স্বজন আবু সুফিয়ান মিন্টু জানান, আমন বীজ রোপণের জন্য সকালে জমিতে কাজ করতে যান জালাল। এসময় পড়ে থাকা তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পাশের জমিতে কাজ করা শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।