নগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বুলেট আটক

দেশ জনপদ ডেস্ক | ১৪:১০, আগস্ট ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসা মাসুম খান বুলেটকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার গোয়েন্দা পুলিশ নগরীর বৈদ্যপাড়া থেকে দুইজন নারীসহ বুলেটকে বিপুল পরিমান ফেন্সিডিল সহ আটক করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। দুই নারী যশোর থেকে ফেন্সিডিলের চালান নিয়ে বুলেটের কাছে আসে। আটকের পর তথ্য দিতে লুকোচুরি দেখা গেছে অনেকটা তবে এবিষয়ে ডিবির এস আই সুজিত গোমোস্তা আজ সোমাবার বলেন তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে ও আওয়ামীলীগ নেতা খান শাহিনের ভাই এই মাসুম খান বুলেট। এর আগেও এ্যাডভোকেট লিখনের চেম্বার থেকে একাধিকবার তার ফেন্সিডিল উদ্ধার হলেও অজ্ঞাত কারনে পার পেয়ে যায় বুলেট। এ্যাডভোকেট লিখন ও মাসুম খান বুলেট বরিশালে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসছে। বরিশাল সদর উপজেলার বাসিন্দা বুলেট নগরীর কালুশাহ সড়কে বাসা নিয়ে থাকেন আর সেখানে বসেই মোবাইল ফোনের মাধ্যমে গড়ে তুলেছে মাদকের ভয়াল সিন্ডিকেট। গতবছর যশোরে ফেন্সিডিল আনতে গিয়ে আটক হয় বরিশাল মডেল স্কুলের শিক্ষকসহ বুলেটের কয়েকজন সহযোগীরা তখন পালিয়ে আসে এই মাসুম খান বুলেট। সেই মামলায়ও পলাতক আসামি বুলেট বরিশালে প্রকাশ্যে চালিয়ে আসছিলো মাদক বাণিজ্য। তবে শেষ রক্ষা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন ডিবির এস আই সুজিত গোমোস্তা।