বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা পরিষদের আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৪, আগস্ট ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার ইতিহাসেও বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনো পদ-পদবীর অধিকারী না হয়েও তিনি ছিলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য প্রতীক। আলোচনা সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে শোক প্রস্তাব এবং ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু ও প্যানেল চেয়ারম্যান মাওলাদ হোসেন সানাসহ জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।