বরিশালে করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রদান

দেশ জনপদ ডেস্ক | ২০:৩০, আগস্ট ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার প্রাদুর্ভাবে অসহায় রোগীদের জন্য ১০০ অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে হস্তান্তর করেছে বরিশালের ৪টি রোটারি ক্লাব। রবিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাব বরিশালের সভাপতি মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাব বৃহত্তর বরিশালের সভাপতি হালিম ভূঁইয়া, রোটারি ক্লাব বরিশাল নিউ সিটির সভাপতি কাজী আল মামুনসহ অন্যান্যরা জেলা প্রশাসকের হাতে এই অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসনাইন চৌধুরী বলেন, শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, যে সকল দরিদ্র রোগীরা অর্থের অভাবে দামি ইনজেকশন ও ওষুধ কিনতে পারবেন না, তাদেরও সাহায্য প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক এই কার্যক্রম তদারকি করবেন। এই কার্যক্রম বাস্তবায়নে ৬ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে, যারা ২৪ ঘণ্টা কাজ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে অসহায়-দুস্থদের চিকিৎসা প্রদান করবেন। এছাড়া কোথাও অক্সিজেনের প্রয়োজন হলে তারা তাৎক্ষণিক তাদের অক্সিজেনের ব্যবস্থা করবেন। এদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের মানবিক সহায়তা করার জন্য নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় শহীদ নজরুল পাঠাগার ও ক্লাবে মৈত্রী ভলান্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মৈত্রী ভলান্টিয়ার্সের আলেকান্দা শাখার উদ্বোধন করা হয়। ঢাকার ব্যবসায়ী সোয়েব আহমেদের উদ্যোগে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, অক্সিমিটার এবং প্রয়োজনীয় ওষুধ সহায়তা দেওয়া হচ্ছে। আলেকান্দা ছাড়াও নগরীর আমানতগঞ্জ এবং কাউনিয়ায় মৈত্রী ভলান্টিয়ার্সের আরও দুটি শাখা রয়েছে বলে জানিয়েছেন মৈত্রী ভলান্টিয়ার্স এর সংগঠক মেজবাউল ইসলাম দিপু।