নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এছাড়াও একই সময়ে আরও তিনজন ব্যক্তি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও তিন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন গলাচিপার মারিয়াম ও মো. খালেক এবং বাউফলের আমেনা বেগম।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩২টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ এসেছে।
বর্তমানে জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৭ জন।