বরিশালে ৯০ বছরের বৃদ্ধাও নিলেন করোনার প্রতিষেধক টিকা

দেশ জনপদ ডেস্ক | ২০:১৬, আগস্ট ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বয়সের ভারে ন্যুব্জ হয়ে পরেছেন চপলা সমদ্দার (৯০) ও আশা হালদার (৮২)। পরিবারের সদস্যদের সহযোগিতায় শনিবার সকালে মুষলধারের বৃষ্টি উপেক্ষা করে তারা মহামারী করোনার প্রতিষেধক টিকা গ্রহন করেছেন। জেলার গৌরনদী উপজেলায় গণটিকা কার্যক্রমের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের গনটিকা কেন্দ্রে চপলা সমদ্দার ও আশা হালদার করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। তাদের মতো অনেকেই শনিবার উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা গ্রহন করেছেন। তিনি আরও জানান, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য গণটিকা কার্যক্রমে উপজেলায় ব্যাপক সারা মেলেছে। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে ছিলো মানুষের দীর্ঘলাইন। পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে করোনার প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।