বরিশালে আলেকান্দা পুলিশ ফাড়ির ইনচার্জের বিরুদ্ধে এন্তার অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪০, আগস্ট ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আলেকান্দা কাজীপাড়ার খালপাড় এলাকা থেকে মাদকসহ শিহাব খন্দকার ও শামীম নামের দুই জনকে আটক করে আলেকান্দা ফাড়ি পুলিশ। পুলিশের দাবী ১০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। যদিও স্থানীয়দের ভাষ্য গাজা নয় ওই দুই যুবকের কাছে পাওয়া গেছে ৫ পিচ ইয়াবা। ঘটনার এখানেই শেষ নয় আকটকৃতদের সাথে একটি মোটর সাইকেলও (সুজুকি জিকসার) জব্দ করে পুলিশ। কিন্তু মোটর সাইকেলটি জব্দ তালিকায় না দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। এসব অভিযোগ উঠেছে আলেকান্দা পুলিশ ফাড়ি টিএসআই দুলাল মন্ডলের বিরুদ্ধে। জব্দ না করে মোটর সাইকেল ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইনচার্জ দুলাল। বলেন মোটর সাইকেলটি আটককৃতদের না। তারা অন্য এক জনের কাছ থেকে এনেছিলো। তাই মানবিকতার কারনে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। একাধিক সুত্রে জানা গেছে ১০ হাজার টাকার বিনিময়ে এ মানবিকতা দেখিয়েছেন টিএসআই দুলাল। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। জানতে চাইলে দুলাল মন্ডল বলেন আটক কৃতদের কাছ থেকে কোন ইয়াবা উদ্ধার করা হয়নি। আর টাকা নিয়ে নয় মানবিকতার কারনে মাটর সাইকেলটি ছেড়ে দিয়েছি। ৪ আগষ্ট আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান বলেন কি কারনে কোন ইখতিয়ারে মোটর সাইকেলটি ছেড়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে জানতে হবে। আমি বিষয়টি দেখছি।