কোস্টগার্ডের অভিযানে হাতিয়ার কুখ্যাত ডাকাত ইলিয়াস দেশীয় অস্ত্রসহ আটক

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩০, আগস্ট ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি সাড়াশি অভিযানে ১ টি একনলা শর্টগান, ৩ রাউন্ড তাঁজা গোলা, ৩ টি অবৈধ পাইরেটেকনিক, ২ টি দেশীয় রামদা ও ২ টি দেশীয় দাসহ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কুখ্যাত ডাকাত দলের প্রধান ইলিয়াসকে (৩৮) আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে স্টেশন কমান্ডার ও হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর যৌথ অভিযানে হাতিয়া উপজেলার মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলমান থাকবে।