পিরোজপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩১, আগস্ট ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  পিরোজপুরের ইন্দুরকানিতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পত্তাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হল- নাজমুল ইসলাম (৯) ও মেয়ে নাইমা আক্তার (৭)। তারা ওই গ্রামের মো. সরোয়ার হোসেন ফরাজির সন্তান। স্থানীয়রা জানান, বিকেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে মরদেহ পুকুরে ভাসতে দেখেন। পরে তাদের ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।