দৈনিক দেশ জনপদের দুই সাংবাদিকের সাহসীকতায় ডাকাতি থেকে রক্ষা || এয়ারর্পোট থানার ওসির তাৎক্ষনিক তৎপরাতায় খুশি এলাকাবাসী

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৩, জুলাই ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক দেশ জনপদ পত্রিকার দুই সংবাদিকের সাহসীকতায় এবং বরিশাল এয়ারপোর্ট থানার ওসির তাৎক্ষনিত তৎপরাতায় নিশ্চিত ডাকাতির হাত থেকে রাক্ষা পেল সাধারন জনতা। গতকাল সোমবরা রাত ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা নূরানী মাদ্রাসার সামনের বরিশাল-স্বরুপকাঠি প্রধান সড়কের উপরে গাছের গুড়ি ফেলে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। এ সময়ে পত্রিকার কাজ শেষ করে দৈনিক দেশ জনপদের যুগ্ম বার্ত সম্পাদক সৈয়দ বাবু ও সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম সোহেল মটর সাইকেল যোগে বরিশাল থেকে মাধবপাশার উদ্দেশ্যে যাওয়র পথে পাংশা নূরানী মাদ্রাশা অতিক্রম করার সময় রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে একটি প্রাইভেট কার আটকনো অবস্থায় দেখতে পায়। দুই সাংবাদিক সাথে সাথে মটর সাইকেল থেকে নেমে প্রথমে এয়ারর্পোট থানার ওসি কে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করে ডাকাডাকি করে স্থানীয়দের জড়ো করে গাছের গুড়ি রাস্তার উপর থেকে সড়িয়ে ফেলেন এবং আটকে পরা যানবাহন দ্রুত সড়িয়ে দেন। কিছু সময়ের মধ্যেই এয়ারর্পোট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার এ এস আই মোঃ কামাল উদ্দিনসহ ফোর্স ঘটনাস্থলে পঠিয়ে দেন। এএসআই কামাল ও তারা ফোর্স এবং সাংবাদিকসহ স্থানীয়রা আশেপাশের এলাকা জঙ্গল, গলির রাস্তা তল্লাশী চালান। পরে পুলিশ সদস্যরা আশপশের কয়েকটি বাড়িতে যেয়ে সাবধান করে এবং সর্তক থাকার জন্য বলে আসেন। সাংবাদিকদের এমন সাহসিকতা ও পুলিশের এমন তৎপরাতার ভূয়শী প্রশংসা করেন স্বর্বস্থরের মানুষ। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান বলেন, সাংবাদিক ও পুলিশ সদস্যরা নিশ্চিত ডাকাতি থেকে যেভাবে রক্ষা করছে তা অত্যান্ত প্রশংসনীয়। এবিষয়ে উপস্থিত মোঃ আসলাম খান রাজিব বলেন, সাংবাদিকদের ডাকে আমারা ছুটে এসে দেখি রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকনো। পরে আমরা সবাই মিলে গছের গুড়ি সড়িয়ে রাস্তা পরিস্কার করি। এ বিষয়ে দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন বলেন, আমার এই দুই সাংবাদিক সবসময়েই সহসীকতার সাথে সংবাদ সংগ্রহ করে ঠিক তেমনি জনসেবাও করে। যার আবার প্রমান হলে আজকের নিশ্চিত ডাকাতির হাত থেকে রক্ষা করা। আমি এদের নিয়ে গর্ভিত। একইসাথে তিনি এয়ারর্পোট থানার ওসি ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। এ বিষয়ে এয়ারর্পোট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদর সাংবাদিকদের সহসীকতার প্রশংসা করে বলেন, সংবাদকর্মীরা যেমন সহসীকতার সাথে সংবাদ সংগ্রহ করে তেমই তারা জীবনের ঝুকি নিয়ে ডাকাদের বিরুরেদ্ধে রুখে দাড়িয়েছে। তিনি বলেন, সকল জনগন যদি এভাবে অন্যায়ের বিরুদ্ধে থেকে পুলিশকে সহযোগীতা করে তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। সাংবাদিকদের ফোন পেয়ে আমি দ্রুত ওই এলাকার টহলরত পুলিশ অফিসার এ এস আই কামাল উদ্দিনকে ঘটনাস্থলে পাঠাই এবং তারা পুরো এলাকা তল্লাশী করেন। তিনি আরো বলেন, বরিশাল-স্বরুপকাঠি প্রধান সড়কের দুই পর্শ্বে গাছ ব্যবসায়ীরা গাছের গুড়ি ফেলে রাখেন। যার ফলে ডাকতদের গাছের গুড়ি ফেলে রাস্তা আটকতে সুবিধা হয়। এ ছাড়াও এ গাছের গুড়ির কারনে বড় ধরনের সড়ক দূর্ঘনাও ঘটতে পারে। তাই তিনি গাছ ব্যবসায়ীদের অনুরোধ করেন গাছের গুড়ি রাস্তার পাশ থেকে সড়িয়ে নেয়ার জন্য।