গৌরনদীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, জুলাই ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে ক্রেতার ছদ্মবেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত ৩ চোর আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় ওই ৩ জনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। এর আগে গত সোমবার রাতে একই উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে ওই ৩ জনসহ চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের ছেলে ও বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের ছেলে মেহেদী হাসান (২০) এবং বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের মামুন মোল্লার ছেলে নাহিদ হোসেন (২১)। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত কোরবানীর ২ দিন আগে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে বরিশাল আদালতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক খলিলুর রহমানের একটি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর থানার উপ-পরিদর্শক খাইরুল আলম ক্রেতা সেঁজে গত সোমবার রাতে একই উপজেলার বাটাজোর থেকে চোরাই মোটর সাইকেল সহ চুরির দায়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি আফজাল।