বরিশালে জাটকা বিক্রির দায়ে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার গৌরনদীতে জাটকা বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে গৌরনদী বন্দরের মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও জাটকা মাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।