নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে সদর নৌ-থানা সংলগ্ন লঞ্চঘাটের পূর্ব পাশের মাঝ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর নৌ-থানার ওসি হাসান জামান জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। সকালে কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত রাম চন্দ্র করের পুত্র শংকর করের (৫৫) রহস্যজনক মৃত্যুর অভিযোগে থানা পুলিশ রবিবার সকালে তার (শংকর) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।