কুয়াকাটায় লাশ নিয়ে পাওনাদারের ঘরের সামনে কান্নাকাটি

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৮, জুলাই ২৪ ২০২১ মিনিট

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালী জেলার কুয়াকাটার আলীপুরে সুনীল দাস (৫৭) নামের এক লন্ডি ব্যবসায়ীর মৃত্যুদেহ পাওনাদারের বসত ঘরের দরজার সামনে ফেলে রেখে প্রতিবাদ এবং পাওনা টাকা দাবি করেছে তাঁর স্বজনরা। মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী (৫২) দাসের দাবি, তাঁর স্বামী স্থানীয় ইউসুফ মুসুল্লীর নিকট থেকে ১২ লাখ টাকায় (একটি ভিটি) তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘ একযুগেও জমি বুঝিয়ে দেয়নি। এরপর থেকে টাকা ফেরৎ চেয়ে আসছিল সুনীল। ইতোমধ্যে সুনীল দাস অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় গতকাল শুক্রবার রাতে নিজের বসতঘরে তার মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে মৃত সুনীলের মরদেহ ইউসুফ মুসুল্লীর ঘরের সামনে এনে রাখা হলে আশেপাশের শতশত মানুষ ভীড় করেন। খবর পেয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বিষয়টি সমাধানে তৎপর হন। কিন্তু ইউসুফ মুসুল্লী এবং তার পরিবারের লোকজন ঘর ছেড়ে পালালে প্রায় একঘন্টা পেরিয়ে গেলেও কোন সমাধান হয়নি।