সব কারখানায় ৬০ দিনের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

কামরুন নাহার | ০০:৪৮, ফেব্রুয়ারি ১৯ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ ৬০ দিনের মধ্যে পোশাকশিল্পসহ দেশের সব কল-কারখানায় ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে, গেল বছরের ২৭ অক্টোবর ৯ মাস বয়সী শিশু উমায়ের বিন সাদী ও তার মা ইশরাত জাহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গার্মেন্টসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন আদালত। গণমাধ্যমকে রিটে আবেদনকারীর পক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিংমল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে গত বছর একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দিয়েছেন।