ভোলার ইলিশাঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৯, জুলাই ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ভোলার ইলিশাঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘুরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় জমেছে। প্রতিদিন লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট ও রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে করে এসব যাত্রীরা দ্বীপ জেলা ভোলায় আসছেন। লঞ্চ ও সি-ট্রাকযোগে আশা অনেক যাত্রীদের মুখে মাস্ক নেই। সাথে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না এসকল যাত্রীরা। গতকাল (১৮ জুলাই) দুপুরে মজুচৌধুরীঘাট থেকে ছেড়ে আসা সি-ট্রাকগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি রাজধানী সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে তিল রাখার মতোও জায়গা ছিলোনা। লঞ্চে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা থাকলেও মজুচৌধুরী ও সদরঘাট থেকে ছেড়ে আসা কোনো যাত্রীই সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ যাত্রী নিয়ে চলাচল করছে এ নৌ-রুটে চলাচল করা লঞ্চগুলো। যাত্রীরা জানিয়েছেন, সি-ট্রাক ও লঞ্চের স্টাফরাই গাদাগাদি করে এসকল নৌযানে যাত্রী উঠাচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নৌযান কতৃপক্ষের কোনো তৎপরতা ছিলোনা। এমনকি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।