হাট ইজারাদারদের সাথে বাকেরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাটবাজার ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ (১৭-০৭-২০২১) শনিবার সকাল দশটায় বাকেরগঞ্জ থানা কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ গ্রহন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাজাহন হোসেন,সভায় বিষেশ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন, এছাড়াও উপস্থিত ছিলেন ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল ও উপজেলার হাটবাজার ইজারাদরগন। সভায় প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে বলেন, চলমান করোনা মহামারি থেকে রক্ষা পেতে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় উপস্থিত ইজারাদারদের উদ্দেশ্য ওসি আলাউদ্দিন মিলন বলেন, কোনো ক্রেতারা যেনো প্রতারণার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।