নিজস্ব প্রতিবেদক।।
ভাটিখানার মিজান ওরফে ভোলাইয়া মিজান ইয়াবাসহ আটক। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪-০৭-২০২১) রাত নয়টার দিকে বরিশাল নগরীর ভাটিখানা কাজিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ।
অভিযানে ঐ এলাকার মানিক হাওলাদারের ছেলে মিজান হাওলাদার(৩৮) ওরফে ভোলাইয়া মিজানের দেহ তল্লাশি করলে তার পকেট থেকে দশ (১০) পিচ ইয়াবা উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ। এসময় মিজানের সঙ্গে থাকা আরেক ব্যাক্তি জাকির ভূইঞার ছেলে মিজান ভুইঞা (২২) কেও আটক করেন তারা।
ইয়াবা ও মাদক বিক্রির ২৩,০০০ টাকাও পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এস আই মো: হেমায়েত। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি তদন্ত মো: সগির হোসেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে এবং থাকবে। এদিকে মিজানের আটকের খবরে স্বস্থি প্রকাশ করেছেন ভাটিখানবাসী। তারা জানান, মিজানের এই মাদক বাণিজ্যের কারনে বিপদগামী এলাকার উঠতি বয়সি যুবসমাজ।