হতদরিদ্রদের গরু চুরি মামলায় যুবলীগ সভাপতিসহ আটক দুই
নিজস্ব প্রতিবেদক।।
রাতের আধারে হতদরিদ্র কৃষকের গরু চুরি করার ঘটনায় যুবলীগ সভাপতি সহ দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের মেয়ারহাট এলাকার বাবুল হাওলাদার(৫৫)। গত চার বছর যাবত একই এলাকার জাফর খানের ক্রয়কৃত একটি বাছুর গরু বর্গাচাষি হিসেবে লালনপালন করে আসছিলো। এই কুরবানিতে গরুটি বিক্রি করার জন্য গত রবিবার কামারখালি বাজারে উঠালে ৬৫,০০০ হাজার টাকা পর্যন্ত দাম উঠে। আরো বাড়তি দামের আসায় গরুটি বিক্রি না করে নিজ বাড়িতে নিয়ে গোয়ালঘরে বেধে রেখে ঘুমিয়ে পরে। পরদিন সোমবার সকালে গরুটিকে কোথাও দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে এলাকাবাসী বাবুল হাওলাদারের বাড়ির কাছেই নদীর পাড়ে গরুর চামরা, রক্ত ও মাথা দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পরে বর্গাচাষি বাবুল হাওলাদার। বিষয়টি সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, নজরে পরে আইনশৃঙ্খলা বাহীনির। ঘটনার দুদিন পরে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় দুজনকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন মেয়ারহাট এলাকার কালু খানের ছেলে শাহিন খান(৪০) ওরফে সিডি শাহিন ও কোষাবড় গ্রামের আবুল হোসেনের ছেলে কসাই শাহিন(৩৮)। সিডি শাহিন দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন বলেন, কৃষক বাবুল হাওলাদারের বর্গা পালিত গরুটি রাতের আধারে কেউ নিয়ে যায় এই খবরটি আমাদের নজরে আসার সাথেসাথে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমরা তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী বাবুল হাওলাদারের দাবী, চোরদের দৃস্টান্তমূলক বিচার ও তার ক্ষতিপূরণ যেনো পায়।
এদিকে হতদরিদ্র বাবুল হাওলাদারের গরু চুরির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন বলেও জানা গেছে।