টিকা কার্যক্রমকে গতিশীল করতে আরও ১৫ কেন্দ্র স্থাপন বিসিসি’র
দেশ জনপদ ডেস্ক|১৮:০০, জুলাই ১৪ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ২য় দিনের মত চলছে মডার্নার টিকা প্রদান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে মহনগরীর ৬টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। তবে কার্যক্রম ত্বরান্বিত করতে নগরীর ৩০ টি ওয়ার্ডেই বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা প্রদান এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে বিসিসি। উদ্বোধনের পরপরই নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় করেন স্বাস্থ্যসচেতন মানুষ।
আজ বুধবার ২য় দিনে (১৪ জুলাই) বিভিন্ন কেন্দ্র ঘুরে টিকা গ্রহণে আগ্রহীদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
করোনার সংক্রমণ রোধে এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার এই টিকা প্রদান কার্যক্রম শুরু হল।
সিটি এলাকায় এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ডোজ টিকা এসেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র। প্রাথমিক পর্যায়ে মোট ৬টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু করে বরিশাল সিটি করপোরেশন।
তবে পরবর্তীতে নগরবাসীর সুবিধার্থে আরও ১৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে বিসিসির জনস্বাস্থ্য বিভাগের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।আর এই ২১ কেন্দ্রের মাধ্যমে ৩০টি ওয়ার্ডের বাসিন্দারা টিকাদান কর্মসূচির আওতাভুক্ত হলেন।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ মঙ্গলবার জানিয়েছিলেন, নগরীর আমানতগঞ্জের হলিং বেরি রেড ক্রিসেন্ট, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়কে টিকা প্রদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
টিকা সরবরাহ বৃদ্ধি পেলে কেন্দ্র সংখ্যা বাড়ানোর বিষয়টি উল্লেখ করেছিলেন তিনি।
বিসিসি কর্তৃক পরিচালিত কোভিড-১৯ এর নতুন বুধগুলো হল- সৈয়দ আনোয়ার প্রবীণ হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, জুমির খান সড়কের নগর স্বাস্থ্য কেন্দ্র, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এফপিএবি, রয়েল ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক, আরিফ মেমোরিয়াল হাসপাতাল, সেইন্ট এইন্স টিকা কেন্দ্র, রুপাতলীর নগর স্বাস্থ্যকেন্দ্র, বারুজ্জের হাট ক্লিনিক এবং কাশিপুরের ইসলামিয়া চক্ষু হাসপাতাল।
এর মধ্যে নগর মাতৃসদন কেন্দ্রে ১, ২ ও ৩ নং ওয়ার্ড, হলিং বেরি রেড ক্রিসেন্ট কেন্দ্রে ৪, ৬ ও ৮নং ওয়ার্ড, অ্যানেক্স ভবনে ৯ ও ১৭ নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা গ্রহণ করতে পারবেন।
এছাড়া সেইন্ট এইন্স টিকা কেন্দ্রে ২১, ২২ নং ওয়ার্ড, রুপাতলীর নগর স্বাস্থ্যকেন্দ্রে ২৩ নং ওয়ার্ড, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে ২৫ ও ২৬ এবং কাশিপুরের ইসলামিয়া চক্ষু হাসপাতাল কেন্দ্রকে ২৮ এবং ২৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তবে রেজিস্ট্রেশন যে কেন্দ্রেই হোক না কেন উল্লিখিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে পারবেন আগ্রহীরা।
প্রসংগত, দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সিটি করপোরেশনগুলোতে মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করে সরকার।
এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিসিসি’র জনসংযোগ দপ্তর।