পুলিশ পরিবারের বাড়ি ফেরায় ঈদে ‘বিশেষ বাস সার্ভিস’

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৯, জুলাই ১৪ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের লোকজনকে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরাতে বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ ( কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন। বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, সরকারি ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল থেকে বাংলাদেশ পুলিশের এ বাস সার্ভিস চলবে। প্রাথমিকভাবে ঢাকা-খুলনা, ঢাকা-সিলেটে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে বাস যাবে। চাহিদার ভিত্তিতে অন্যান্য রুটেও এ সার্ভিস চালু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাসগুলো ঢাকার পুলিশ সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন্স এবং মিরপুরের পিওএম থেকে দেশের বিভাগীয় শহরগুলোর উদ্দেশে ছেড়ে যাবে। বাসে শুধুমাত্র পুলিশ সদস্য, তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা বাড়ি ফিরতে পারবেন। বাসের সিট বুকিং ও টিকিট সহ বিস্তারিত জানতে ০১৩২০ ০০ ১৭ ৪০ ও ০১৫১৬ ১৭ ১২ ৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ।