বরিশালে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৩

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৮, জুলাই ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে নতুন করে ৫শ ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশজন ও করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিন, পটুয়াখালী জেলায় দুই ও বরগুনা জেলায় চারজন সহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু হল। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ‍এখন ৩শ ৬৫ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যfলয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তি অনুসারে নতুন শনাক্ত নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ২৬৩ জন। বিভাগে করোনা থেকে সুস্থতা লাভের মোট সংখ্যা এখন ১৬ হাজার ৩শ ৯১। প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এরপরেই অবস্থান পিরোজপুরের। তালিকার সবার নীচে রয়েছে বরগুনা জেলা।