ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য: জরিমানা সাড়ে ১৩ লাখ, ৩৬ জনের জেল

দেশ জনপদ ডেস্ক | ২০:০৯, জুলাই ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে ঘোরাঘুরির করার অপরাধে ১২ দিনে ৩৬ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে এক হাজার ৫০৮ জনকে জরিমানা আদায় করা হয়। এছাড়া সাত উপজেলায় ১৯১টি কোর্টে এক হাজার ৪৫২টি মামলা হয়েছে। ১ জুলাই থেকে সোমবার (১২ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়। জেলায় এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা। এদিকে কঠোর বিধিনিষেধের ১২তম দিনে জেলার সাত উপজেলায় আরো ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৯৫ জনকে ৫৬ হাহার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। এদিকে সড়কে চলেনি কোনো গণপরিবহন। নেই যানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।