নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৫ সেবনকারীকে আটক করেছে। আটককারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশে একটি টিম রাত সাড়ে ১১ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেলিমের বসত ঘর থেকে ১শত ৫০ গ্রাম গাজাসহ ৫ সেবনকারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, সেলিম (৩৫), মোঃ সোহাগ (২৮), মোঃ সোহেল খান (২৬), মোঃ নিজাম উদ্দিন মিজান (৩৩), মোঃ ফরিদ উদ্দিন (৩২)। আটককৃতরা শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করেন, মামলা নং ০৩। পরে আসামীদেরকে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজাসহ ৫ আসামী আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।