নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন ৩৩ জন, আমতলিতে ১২ জন, বেতাগীতে ১১ জন, বামনায় ১১ জন, পাথরঘাটায় ৪ জন এবং তালতলীতে ৩ জন রয়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন জানান, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ রোগী আছেন ৬০ জন। সন্দেহভাজন আছেন ৪ জন।