দাঁড়িয়ালে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৩, জুলাই ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ঐ নারীর নাম লাকি আক্তার(২৬) তিনি ইউনিয়নের মেয়ারহাট মুন্সি বাড়ি এলাকার রিয়াজ হাওলাদারের স্ত্রী। নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, লাকি আক্তারের সাথে ঐ এলাকার দোকানদার মাসুদ আকনের সাথে পরকিয়া সন্ধেহে স্বামী রিয়াজের সাথে দির্ঘদিন যাবত টুকিটাকি ঝগড়াঝাঁটি লেগেই ছিলো। গতকাল সোমবার রিয়াজ ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে স্ত্রী লাকিকে বেধড়ক মারধর করেন। এরপর আজ মঙ্গলবার( ১৩-০৭-২০২১) দুপুর ১২টার দিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাকি আক্তারকে দেখতে পায় পরিবারের সদস্যরা। এসময় তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় সড়শি ফাঁড়ির ইনচার্জ মো: রাকিব। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল এসেছি লাশটি মময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। এবিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যায়না হত্যা নাকি আত্মহত্যা। তিনি আরো বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।