নাজিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে স্কুল মাঠে গরুর হাট

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৪, জুলাই ১২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নাজিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে স্কুল মাঠে চলছে গরুর হাট। উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসেছে এ গরুর হাট। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে শতবর্ষী দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সপ্তাহের দুই দিন শনি ও মঙ্গলবার বসে এ হাট। স্কুল চলাকালীন যখন এ বিদ্যালয়টিতে হাট বসতো সেই দুই দিনে অর্ধ বেলা স্কুল চলতো। ফলে শিক্ষার্থীদের পাঠদানও ব্যাহত হত। কোরবানির ঈদসহ সারা বছরই সপ্তাহের দুই দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ হাট। তাছাড়া গরুর হাট বসায় স্কুলমাঠ নোংরা হয়ে যাওয়াসহ শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগও নষ্ট হয়। সরেজমিনে শনিবার বিকেলে (১০ জুলাই) হাটে গিয়ে দেখা গেছে -হাটের ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। অধিকাংশের মুখে নেই মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। একে অপরের গা ঘেঁষেই কেনা-বেচা করছেন। ওই বিদ্যালয়ের একাধীক শিক্ষার্থীর অভিভাবকরা জানান, স্কুলের মাঠ থাকলেও গরুর হাট বসায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন জানান, স্কুল মাঠে গরুর হাট বসায় যেমন স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে তেমন শিক্ষার্থীরা খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে। হাটের দিন অনেক সময় স্কুলের বারান্দায় গরুর মলমূত্র পড়ে। এতে স্কুলের পরিবেশ নোংরা হয়ে যায়। বিষয়টি হাট ইজারা কর্তৃপক্ষকে বার বার বলেও কোনো লাভ হচ্ছে না। এ বিষয়ে চাইলে জানতে হাটের ইজারাদার মো. নিজাম মৃধা জানান, এভাবে স্কুল মাঠেই শত বছর ধরে গরুর হাট চলে আসছে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টি আমার নজরে আসেনি বা আমার কাছে কেউ অভিযোগ করেনি। স্কুল মাঠে গরুর হাট বসার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।