নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার মনপুরায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্বাস্থ্য কর্মী রয়েছে।
এদের সবাইকে হোমকোয়ারিন্টেনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম।
সোমবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনের নমুনা পরীক্ষা শেষে এই ৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৫৭), মোঃ আজাদ (৩৪), অনিল চন্দ্র দাস (৫৫)। এরা ৩ জন স্বাস্থ্যকর্মী। অপর ৩ জন হলেন, রকি (২৬), বিবি খাদিজা (২৬) ও মোঃ শামসুদ্দিন (৩৫)।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাঃ রেজয়ানুল আলম জানান, তিন স্বাস্থ্যকর্মী সহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।