শপথ নিলেন ঝালকাঠির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার নলছিটি ও রাজাপুর উপজেলার নবনির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান সোমবার বেলা ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের ধানসিড়ি সভা কক্ষে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দ্যেশে জেলা প্রশাসক মোঃ জোহর আলী বর্তমানে বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারনে আমরা কঠিন সময় পাড় করছি এ জন্য চেয়ারম্যানদের ভুমিকা অপরিসীম উল্লেখ করে বলেন এ ভাইরাসকে মোকাবেলা করতে জনসাধারনকে বিনা কারনে বাইরে না যাওয়ার জন্য উদ্ধুদ্ধ করার পাশাপাশি করোনার টিকা গ্রহনে জনসচেতনতা বৃদ্ধি করার দিকে জোড় তাগিদ দেন।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ভৈরবপাশা একেএম আঃ হক, মগড় এনামুল হক শাহিন, কুলকাঠি আক্তারুজ্জামান বাচ্চু, রানাপাশা শাহজাহান হাওলাদার, নাচনমহল সিরাজুল ইসলাম সেলিম,সুবিদপুর এ্যাড আঃ গফফার খান,সিদ্ধকাঠি জেসমিন ওয়াহেদ,
কুশাঙ্গল আলমগীর হোসেন সিকদার,দপদপিয়া আলহাজ¦ সোহরাব হোসাইন বাবুল মৃধা. মোল্লারহাট অ্যাড কেএম মাহবুবুর রহমান সেন্টু এবং রাজাপুরের সদরে নজরুল ইসলাম স্বপন তালুকদার, শুক্তাগড় বিউটি সিকদার, সাতুরিয়া সৈয়দ মাইনল হায়দার নিপু,গালুয়া পারভেজ,বড়ইয়া সুরু,মঠবাড়ি জালাল হাওলাদার প্রমুখ।